‘আমেরিকায় যে কেউ বিনা অভিযোগে আটক হয়ে যেতে পারেন’
-
মুক্তির পর প্রেস টিভিতে কথা বলেন মারজিয়া হাশেমি
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমি আমেরিকার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বলেছেন, যে কেউ মার্কিন প্রশাসনের এই অন্যায় আচরণের শিকার হতে পারেন।তিনি মুক্তি পাওয়ার পর প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
তিনি বলেন, “আমেরিকায় যেকোনো ব্যক্তি যেকোনো সময় বিনা অভিযোগে আটক হয়ে যেতে পারেন। আমি এই পরিস্থিতির তীব্র নিন্দা জানাচ্ছি।”
বিশ্বব্যাপী যারা তার মুক্তির দাবিতে আন্দোলন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মারজিয়া বলেন, “আমেরিকায় বিনা অভিযোগে গ্রেফতারের যে রীতি চালু হয়েছে তাতে একদিন আপনিও আটক হয়ে যেতে পারেন। কাজেই আমেরিকায় এই অন্যায় প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত আপনারা বিক্ষোভ চালিয়ে যান।

ইরানের প্রেস টিভির এই সাংবাদিক আরো বলেন, আমেরিকায় আফ্রিকান বংশোদ্ভূত মানুষের পাশাপাশি মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়।কাজেই আপনারা যার যার শহরে মার্কিন-বিরোধী বিক্ষোভ চালিয়ে যান।
আমেরিকায় জন্মগ্রহণকারী ৫৯ বছর বয়সি সাংবাদিক মারজিয়া হাশেমি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গত কয়েক দশক ধরে ইরানে বসবাস করছিলেন। গত ১৩ জানুয়ারি আমেরিকার সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি নিজের অসুস্থ ভাই ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আমেরিকা সফরে যান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
#freemarziyehhashemi
#pray4marziehhashemi
ট্যাগ