ফিফার নয়া র্যাঙ্কিংয়ে ২২তম অবস্থানে ইরান; মুসলিম বিশ্বে প্রথম
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৬:৩২ Asia/Dhaka
আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার নতুন র্যাঙ্কিংয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল দল ২২তম অবস্থানে উঠে এসেছে। নয়া র্যাঙ্কিংয়ে ইরান আগের চেয়ে সাত ধাপ এগিয়েছে।
এই র্যাঙ্কিং অনুযায়ী এশিয়া মহাদেশ এবং মুসলিম বিশ্বে ইরান শীর্ষ অবস্থানে রয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান ২৭তম ও দক্ষিণ কোরিয়া ৩৮তম অবস্থানে রয়েছে।
সর্বশেষ ২০১৮ সালের ২০ ডিসেম্বর হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ইরান ২৯তম অবস্থানে ছিল। সেখানেও ইরান এশিয়ায় শীর্ষ অবস্থানে ছিল।
ফিফার নয়া র্যাঙ্কিংয়ে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ব্রিটেন ধারাবাহিকভাবে এক থেকে পাঁচ নম্বরে রয়েছে।
মুসলিম দেশগুলোর মধ্যে ইরানের পর ২৪তম অবস্থানে রয়েছে সেনেগাল। আর তিউনিশিয়া রয়েছে ২৮তম অবস্থানে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭