‘সর্বোচ্চ নেতার সঙ্গে প্রেসিডেন্ট আসাদের সাক্ষাৎ ছিল বিজয়ের উদযাপন’
(last modified Thu, 28 Feb 2019 01:02:52 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ০৭:০২ Asia/Dhaka
  • সম্মেলনে বক্তব্য রাখছেন জেনারেল সোলায়মানি
    সম্মেলনে বক্তব্য রাখছেন জেনারেল সোলায়মানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সাক্ষাৎ ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের উদযাপন। এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি।

প্রেসিডেন্ট বাশার আসাদ তার দেশের ওপর বিদেশি মদদে চাপিয়ে দেয়া সন্ত্রাসবাদ থেকে সৃষ্ট আট বছরের সংকট ও যুদ্ধের পর গত ২৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান সফর করেন। কয়েক ঘণ্টার এ সফরে প্রেসিডেন্ট আসাদ তেহরানে পৌঁছেই সোজা সর্বোচ্চ নেতার দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট আসাদ

জেনারেল সোলায়মানি বুধবার রাতে তেহরানের অদূরে কোম নগরীতে এক সম্মেলনে দেয়া ভাষণে বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর বিশ্বে ইসলামি আন্দোলনগুলোর উৎপত্তি হয় এবং ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয় লাভ করতে শুরু করেন। ইহুদিবাদী ইসরাইল তার সর্বাধুনিক সমরাস্ত্র প্রয়োগ সত্ত্বেও ফিলিস্তিনিরা এ বিজয় ছিনিয়ে আনে।

ইরাকে আমেরিকার পরাজয়ের কথা স্মরণ করে আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত হাজার বিলিয়ন ডলার খরচ করা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে গোপনে ইরাক সফরে আসতে হয়। ইরাকে আমেরিকা যে দেড় লাখ সৈন্য মোতায়েন করেছিল ইসলামি প্রতিরোধ আন্দোলন ছাড়া তাদের বিতাড়িত করা সম্ভব ছিল না বলেও তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮           

ট্যাগ