ইরানের মোকাবিলায় শত্রুর পরাজয় অবশ্যম্ভাবী: জেনারেল সোলায়মানি
(last modified Fri, 01 Mar 2019 11:25:13 GMT )
মার্চ ০১, ২০১৯ ১৭:২৫ Asia/Dhaka
  • ইরানের মোকাবিলায় শত্রুর পরাজয় অবশ্যম্ভাবী: জেনারেল সোলায়মানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি বলেছেন, তার দেশের সামরিক শক্তির মোকাবিলায় শত্রুরা নিশ্চিত পরাজিত হবে। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বত্র জাতিগুলোকে অপমান করে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন জেনারেল সোলায়মানি।  তিনি বলেন, সাম্রাজ্যবাদী ধ্যানধারনা শত্রুর অস্থিমজ্জার সঙ্গে মিশে রয়েছে এবং জাতিগুলোর অধিকার ও স্বার্থ উপেক্ষা করার কারণেই তাকে নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যেতে হবে।

বিভিন্ন দেশের অবৈধ সরকারগুলোকে রক্ষার লক্ষ্যে বিপুল অর্থ খরচকে শত্রুর অবশ্যম্ভাবী পরাজয়ের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন কুদস ব্রিগেডের কমান্ডার। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে বহু দেশে অবৈধভাবে ক্ষমতায় চেপে রয়েছে স্বৈরশাসকরা। অথচ এসব অবৈধ শাসকের পক্ষ নিয়ে আমেরিকা মানবাধিকারের বুলি আওড়াচ্ছে।

জেনারেল সোলায়মানি বলেন, ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো সক্রিয় না থাকলে ইহুদিবাদী ইসরাইল ইরানের ক্ষতি করার চেষ্টায় কোনো ত্রুটি করত না। কিন্তু এখন ইরান তো দূরের কথা লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালানোরই সাহস করে না তেল আবিব।

সৌদি শাসকগোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবমাননাকর আচরণের কথা উল্লেখ করে জেনারেল সোলায়মানি বলেন, আলে সৌদ সরকারের গণভিত্তি না থাকার কারণে আমেরিকার ছায়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু রিয়াদের জেনে রাখা উচিত স্বার্থ ফুরিয়ে গেলে ওয়াশিংটন তাকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র সময় নেবে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১             

ট্যাগ