উ. কোরিয়ার সঙ্গে আমেরিকার আলোচনা ব্যর্থ হওয়া সম্পর্কে যা বলল ইরান
(last modified Sat, 02 Mar 2019 01:07:25 GMT )
মার্চ ০২, ২০১৯ ০৭:০৭ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প- মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ডোনাল্ড ট্রাম্প- মোহাম্মাদ জাওয়াদ জারিফ

উত্তর কোরিয়া ও আমেরিকার শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার চেয়ে ভালো কোনো চুক্তি আমেরিকা কখনো কারো সঙ্গে করতে পারবে না।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বুধ ও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দু’দিনব্যাপী বৈঠক ব্যর্থ হয়। বহুল প্রত্যাশিত ওই বৈঠকের আগে মার্কিন মিডিয়া ব্যাপকভাবে এই আভাস দিয়েছিল যে, হ্যানয় বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ওয়াশিংটন। কিন্তু বাস্তবে বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতেই ব্যর্থ হন দুই নেতা।

ওই ব্যর্থতার কথা উল্লেখ করে শুক্রবার জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত ছিল ব্যাপক হাঁকডাক করে এবং নীতিতে আকস্মিক পরিবর্তন এনে ‘সিরিয়াস কূটনীতি’ হয় না।

হ্যানয় বৈঠক ব্যর্থ হওয়ার পর দুই নেতার ফটোসেশন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হ্যানয় বৈঠকের ব্যর্থতার সঙ্গে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার তুলনা করে বলেন, প্রায় ১২ বছর ধরে আলোচনা এবং ১৫০ পৃষ্ঠার চুক্তির প্রতিটি শব্দ নিয়ে হাজার হাজার ঘণ্টা দর কষাকষির পর ইরানের পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে। কাজেই ট্রাম্প এই সমঝোতার চেয়ে ভালো কোনো চুক্তি কখনো করতে পারবেন না।

এর আগে হ্যানয় বৈঠকের ব্যর্থতার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতাকে জড়িয়ে প্রথম বক্তব্য দেয় হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর দাবি করেছিল, ইরানের সঙ্গে ট্রাম্পের ভাষায় যে ‘খারাপ চুক্তি’ সই হয়েছিল তিনি উত্তর কোরিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে তার পুনরাবৃত্তি করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট গত বছরের ৮মে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসের ওপর আস্থা রাখার ক্ষেত্রে ইরানের ব্যাপারে ট্রাম্পের ওই আচরণকে বিবেচনায় নিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২             

ট্যাগ