পাল্টা পদক্ষেপ হিসেবে ডাচ কূটনীতিক বহিষ্কার করা হয়েছে: ইরান
(last modified Tue, 05 Mar 2019 10:14:45 GMT )
মার্চ ০৫, ২০১৯ ১৬:১৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে নেদারল্যান্ডের দুই কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এর আগে নেদারল্যান্ড ইরানের দুই কূটনীতিককে মিথ্যা অভিযোগে বহিষ্কার করেছে।

গতকাল (সোমবার) জারিফ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। একইদিন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক জানান, পরামর্শ করার জন্য ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয়েছে। জাওয়াদ জারিফও এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডাচ কূটনীতিকরা কবে বা কখন ইরান ছেড়ে যাবেন তা পরিষ্কার করেন নি তিনি।

জাওয়াদ জারিফ বলেন, ইরানি কূটনীতিকদের বহিষ্কারের বিষয়ে নেদারল্যান্ড সরকারের সিদ্ধান্ত অবৈধ কারণ ডাচ কর্মকর্তারাই স্বীকার করেছেন যে, কোনো তথ্য-প্রমাণের ভিত্তিতে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করা হয় নি বরং এটা ছিল নিতান্তই রাজনৈতিক পদক্ষেপ।

জাওয়াদ জারিফ জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সব আলোচনাই করছে।#

পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ