ইরানের শিরাজে বন্যায় ১৯ জনের প্রাণহানি; ভেসে গেছে শত শত গাড়ি
(last modified Mon, 25 Mar 2019 13:11:29 GMT )
মার্চ ২৫, ২০১৯ ১৯:১১ Asia/Dhaka

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের প্রধান শহর শিরাজে ব্যাপক বন্যায় অন্তত ১৯ জন মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত ১০৫ জন। বন্যার পানিতে ভেসে গেছে দুইশ'রও বেশি গাড়ি। শিরাজ শহরের দারভজে কুরআন এলাকায় হতাহতের এ ঘটনা ঘটেছে।

হতাহতদের বেশিরভাগই ফার্সি নববর্ষের ছুটিতে শিরাজ শহরে বেড়াতে যাওয়া পর্যটক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ মোবাইলের সাহায্যে বন্যার পানির ছবি তুলতে গিয়ে ভেসে গেছে।

শিরাজ শহরের দারভজে কুরআন এলাকা ছাড়াও ঐতিহ্যবাহী ওয়াকিল বাজার এলাকা বন্যার কবলে পড়েছে। শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে। যারা সফরে করছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। আজ সকাল থেকেই তেহরানে বৃষ্টি হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন   

ট্যাগ