টেলিফোনালাপে ইরাকের প্রধানমন্ত্রীকে যা বললেন প্রেসিডেন্ট রুহানি
(last modified Wed, 27 Mar 2019 00:45:18 GMT )
মার্চ ২৭, ২০১৯ ০৬:৪৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার সাম্প্রতিক বাগদাদ সফরের সময় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন করে ইরান-ইরাক কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও ইরাকের জনগণের স্বার্থে দু’দেশের মধ্যকার বর্তমান নজিরবিহীন সম্পর্ক আরো বেশি শক্তিশালী করা প্রয়োজন। তেহরান-বাগদাদ শক্তিশালী সম্পর্ক মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য ক্ষতিকারক নয় বলেও তিনি উল্লেখ করেন।

 ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদি

টেলিফোন সংলাপে ইরানের প্রেসিডেন্ট অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসী আচরণ এবং মার্কিন সরকারের অন্যায় সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

টেলিফোনালাপে ইরাকি প্রধানমন্ত্রী ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন। তিনি ইরান ও ইরাকের সম্পর্ককে ক্রমবর্ধমান আখ্যায়িত করে বলেন, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মধ্যে পূর্ণ সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় এ সম্পর্ককে আরো শক্তিশালী করতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

 

ট্যাগ