বন্যার ক্ষতি পুষিয়ে দেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট
(last modified Wed, 27 Mar 2019 09:47:25 GMT )
মার্চ ২৭, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার ক্ষতি পুষিয়ে দেবে সরকার। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

ড. রুহানি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কৃষি খাতের উন্নয়ন এবং পানির ঘাটতি মেটাতে বৃষ্টির প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি না থাকলে আকস্মিক প্রবল বর্ষণ মানুষের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় আগে থেকে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য এর আগে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। 

ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সোমবার ফার্স প্রদেশের শিরাজ শহরে পাহাড়ী ঢল ও বন্যায় ২১ জন মারা গেছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

ট্যাগ