মিথ্যা বলে ইরানের সম্পদ ডাকাতি করতে পারে না আমেরিকা
লুক্সেমবার্গের একটি আদালত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পদ আটক করার বিষয়ে মার্কিন সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বানোয়াট ও মিথ্যা কথা বলে ট্রাম্প প্রশাসন ইরানি জনগণের সম্পদ ডাকাতি করতে পারে না। তিনি আরো বলেছেন, বিশ্বে এখনো কিছু আদালত আছে যারা স্বাধীন দৃষ্টিভঙ্গি পোাষণ করে। বাহরাম কাসেমি বলেন, মার্কিন একচেটিয়া আধিপত্যের দিন শেষ এবং তারা এখন আর এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে সুবিধা করতে পারবে না।
ইরানের ১৬০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করে ৯/১১ হামলায় নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার জন্য আমেরিকা অনুরোধ করেছিল তবে লুক্সেমবার্গের আদালত তা প্রত্যাখ্যান করে।
২০১২ সালে আমেরিকার একটি আদালত ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ইরানের হাত ছিল বলে রায় দেয়। সেইসঙ্গে ওই হামলায় হতাহতদের ক্ষতিপূরণ বাবদ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ইরানের সম্পদ বাজেয়াপ্ত করে ৭০০ কোটি ডলার অধিগ্রহণ করারও নির্দেশ দেয় মার্কিন আদালত। কিন্তু ইরানের অর্থ হাতিয়ে নেয়ার সুযোগ না থাকায় মার্কিন আদালতের ওই রায় এতদিন কার্যকর করা যায় নি। কিন্তু সম্প্রতি ওয়াশিংটন এ তথ্য জানতে পারে যে, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে লুক্সেমবার্গের ‘ক্লিয়ারস্ট্রিম’ কোম্পানির কাছে ইরানের ১৬০ কোটি ডলারের সম্পদ আটকা পড়ে রয়েছে। এ অবস্থায় মার্কিন সরকার লুক্সেমবার্গকে ওই সম্পদ বাজেয়াপ্ত করার অনুরোধ করলে দেশটির সরকার এ বিষয়ে কর্তব্য নির্ধারণের জন্য আদালতের শরণাপন্ন হয়।#
পার্সটুডে/এসআইবি/২৮