বন্যা কবলিতদের ক্ষতিপূরণের দায়িত্ব সরকারের:  প্রেসিডেন্ট রুহানি
(last modified Fri, 29 Mar 2019 12:34:13 GMT )
মার্চ ২৯, ২০১৯ ১৮:৩৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি খুজিস্তান প্রদেশকে পবিত্র ও শহীদদের ভূমি বলে উল্লেখ করে বলেছেন, সংকট মোকোবেলার একটা মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি হলো জনগণের সুস্থতা নিশ্চিত করা।

তিনি বলেন, বিশেষ করে বন্যা কবলিতদের ক্ষতিপূরণের দায়িত্ব ইরান সরকারের।

খুজিস্তান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, কোনো দেশই বন্যা কিংবা বন্যার ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারে নি। বিগত বছরগুলোতেও জাপান, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বন্যা হয়েছে। সেসব দেশেও বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলার।

বৈঠকে তিনি আমেরিকার ওপর ইরানের রাজনৈতিক বিজয়ের প্রসঙ্গ তুলে বলেন, ইরানের ১৭০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার মার্কিন অনুরোধ লুক্সেমবার্গের আদালত প্রত্যাখ্যান করেছে। এটা সাম্প্রতিক দিনগুলোতে ইরানি জাতির একটা বিশাল বিজয় বলে তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, হোয়াইট হাউজে যুদ্ধবাজ এবং আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গকারী একটি বর্ণবাদী গ্রুপ বসে আছে। তারা প্রতিদিনই কোনো না কোনো নিয়ম লঙ্ঘন করছে।

গত কয়েকদিন নজিরবিহীন টানা বৃষ্টিতে ইরানের বেশ কয়েকটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। গোলেস্তান, মজান্দারন, ফার্স, লোরেস্তান এবং খুজিস্তান প্রদেশে বন্যায় ২৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেক।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৯

 

ট্যাগ