ইরানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২
(last modified Sat, 30 Mar 2019 13:25:54 GMT )
মার্চ ৩০, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka
  • গোলেস্তান প্রদেশের বন্যা কবলিত এলাকা
    গোলেস্তান প্রদেশের বন্যা কবলিত এলাকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৪২ জন মারা গেছেন। আজ (শনিবার) ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আহমাদ শুজায়ি এ কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, ফার্স প্রদেশের শিরাজ শহরে ১৯ জন, গোলেস্তান প্রদেশে সাত জন, মাজান্দারান প্রদেশে পাঁচজন, খোরাসান রাজাভি ও উত্তর খোরাসানে তিনজন এবং লোরেস্তান, খুজিস্তান, কুহকিলুয়ে বুয়ের-আহমাদ, কেরমানশাহ, হামেদান ও সেমনান প্রদেশে দুই জন করে মারা গেছেন।

গোলেস্তান প্রদেশের বন্যা কবলিত এলাকা

ইরানের বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট হাসান রুহানি বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, বন্যায় যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ করা হবে। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ইরানের বেসামরিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সামরিক বাহিনীও অংশ নিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

ট্যাগ