খুজিস্তান প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে ইরান
(last modified Sun, 31 Mar 2019 09:48:27 GMT )
মার্চ ৩১, ২০১৯ ১৫:৪৮ Asia/Dhaka
  • খুজিস্তান প্রদেশে প্রবল বৃষ্টির পর কারুন নদীর অবস্থা
    খুজিস্তান প্রদেশে প্রবল বৃষ্টির পর কারুন নদীর অবস্থা

ভয়াবহ বন্যার আশংকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

খুজিস্তান প্রদেশের গভর্নর জেনারেল গোলাম রেজা শারিয়াতি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান ফাজলির অনুমতি নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়। শারিয়াতি বলেন, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এ প্রদেশে প্রবল বৃষ্টিপাত হবে যার ফলে ব্যাপক বন্যা হওয়ার আশংকা রয়েছে।

ইরানের ফার্স প্রদেশে বন্যার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বহু গাড়ি

প্রদেশে জরুরি অবস্থা জারি করার কারণে সেখানকার দুর্যোগ মোকাবেলা দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান খুজিস্তান প্রদেশ সফর করেছেন।

খুজিস্তান প্রদেশে কারুনসহ ইরানের গুরুত্বপূর্ণ পাঁচটি নদী রয়েছে। এর মধ্য কারুন নদী হচ্ছে সবচেয়ে বড় এবং এ নদী থেকেই বন্যার আশংকা করা হচ্ছে বেশি। নদীর তীরবর্তী ৫৫টি গ্রাম এরইমধ্যে খালি করা হয়েছে।#       

পার্সটুডে/এসআইবি/৩১

ট্যাগ