আমেরিকা ইরানি জনগণের বিরুদ্ধে ‘নজিরবিহীন অপরাধ’ করছে: রুহানি
(last modified Thu, 04 Apr 2019 05:41:58 GMT )
এপ্রিল ০৪, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বন্যার্ত জনগণের জন্য ত্রাণ তৎপরতায় বাধা দিয়ে ‘নজীরবিহীন অপরাধ’ করছে। তিনি বুধবার তেহরানে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি ত্রাণ সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। রাসূলুল্লাহ (সা.)’র নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে ওই বৈঠকের আয়োজন করা হয়।

রুহানি বলেন, বন্যার্তদের জন্য আন্তর্জাতিক সাহায্য গ্রহণের পথ রুদ্ধ করে দিয়ে আমেরিকা ‘নজিরবিহীন অপরাধ’ করছে। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হওয়ার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আইন বিভাগকে নির্দেশ দেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে প্রবাসী ইরানিরা পর্যন্ত নিজ দেশের বন্যার্ত জনগণের কাছে অর্থসাহায্য পাঠাতে পারছেন না।  

ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ বন্যা চলছে। এতে এ পর্যন্ত অর্ধ-শতাধিক মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। বন্যার হুমকিতে থাকা কয়েকটি প্রদেশে জরুরি অবস্থা জারি করে সেখানকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন সরকার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এর ফলে রেড ক্রিসেন্টের মাধ্যমে দেশের বাইরে থেকে ইরানে ত্রাণের অর্থ আসতে পারছে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৪

 

 

ট্যাগ