বন্যার পানি সরাতে ভারী ড্রেজার নামাল ইরানের সেনাবাহিনী
(last modified Sat, 06 Apr 2019 06:01:16 GMT )
এপ্রিল ০৬, ২০১৯ ১২:০১ Asia/Dhaka
  • বন্যার পানি সরাতে ভারী ড্রেজার নামাল ইরানের সেনাবাহিনী

ইরানের সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় বন্য কবলিত এলাকাগুলোর পানি দ্রুত কাস্পিয়ান সাগরের দিকে প্রবাহিত করার লক্ষ্যে ভারী ড্রেজার মেশিন চালু করেছে। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশ সফরে গিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রদেশের ভেতর দিয়ে প্রবাহিত একটি বড় নদীর মাধ্যমে বন্যার পানি কাস্পিয়ান সাগরে প্রবাহিত করার লক্ষ্যে এই ভারী ড্রেজার চালু করা হয়েছে।

এর ফলে বন্যায় মারাত্মক ক্ষতির শিকার ‘আক কালা’ ও ‘গামিশান’ এলাকার পানি ‘গোরগানরুদ’ নদীর সাহায্যে কাস্পিয়ান সাগরে প্রবাহিত করা সম্ভব হবে।

প্রবল বর্ষণের কারণে ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে গত ১৯ মার্চ সর্বপ্রথম আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে প্রদেশের সবগুলো নদী ও খাল উপচে বন্যার পানি পার্শ্ববর্তী এলাকাগুলোকে ডুবিয়ে দেয়। বন্যার পানির তোড়ে তিনটি পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেলে পরিস্থিতির আরো অবনতি হয়। পরবর্তীতে ইরানের মোট ৩১ প্রদেশের মধ্যে অন্তত আরো ২২ প্রদেশে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ৬২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এ বন্যায় এরইমধ্যে ইরানের অবকাঠামো খাতে শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৬

 

 

 

ট্যাগ