আন্তর্জাতিক ত্রাণে বাধা দেয়ার চেষ্টা: পরশ্রীকাতরতা বলছে ইরান
(last modified Sun, 07 Apr 2019 11:13:32 GMT )
এপ্রিল ০৭, ২০১৯ ১৭:১৩ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের বন্যার্তদের জন্য আন্তর্জাতিক ত্রাণে বাধা দেয়ার চেষ্টা করে আমেরিকা পরশ্রীকাতরতা দেখিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশে আজ (রোববার) দেয়া বক্তৃতায় জেনারেল হাতামি মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “তারা আবারো তাদের পরশ্রীকাতরতা এবং মহান ইরানি জাতির প্রতি শত্রুতা দেখিয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রচারণার বিপরীতে তারা প্রমাণ করেছে, তারা শুধু ইসলামি সরকারের বিরোধিতা করছে না বরং বন্যাদুর্গত লোকজনের জীবন বাঁচানোর জন্য মৌলিক উপাদান সরবরাহেরও বিরোধিতা করেছে।” 

ইরানে গত কয়েক সপ্তাহ ধরে বন্যা চলছে। এ পর্যন্ত ১,৮৮৯টি শহর, গ্রাম ও পাহাড়ি রাস্তা বন্যার কবলে পড়েছে। ইরানি রেড ক্রিসেন্টের দেয়া সর্বশেষ তথ্য অনুসারে বন্যায় ৭০ জন মারা গেছে। ইরানের সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় লোকজন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ করছে।# 

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ