ট্রাম্পের পদক্ষেপে আমেরিকার নোংরা চেহারা স্পষ্ট হয়েছে: আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 26 Apr 2019 11:12:26 GMT )
এপ্রিল ২৬, ২০১৯ ১৭:১২ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ ইমামি কাশানি

তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, খবিস প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে আমেরিকার আসল চেহারা সবার সামনে ফুটে উঠেছে। বিগত ৪০ বছরে ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন ঘৃণ্য শত্রুতার প্রতি ইঙ্গিত করে আজ জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

বিশিষ্ট এই আলেম ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা এবং ইরানি তেলের বৃহৎ ক্রেতাদের জন্য দেয়া ছাড় নবায়ন না করা সংক্রান্ত মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানান।

তিনি বলেন, বিশ্ববাসীই মার্কিনীদের নোংরা সিদ্ধান্তের বিচার করবে। তেহরানের অস্থায়ী এই খতিব দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিনীদের সকল ষড়যন্ত্রই যথারীতি ব্যর্থ হবে।

সৌদি সরকার তাদের ৩৭ নাগরিকের শিরোচ্ছেদ করার ঘটনার নিন্দা জানিয়ে খতিব আরও বলেন, এই পদক্ষেপ আলে-সৌদ এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মতো তাদের অন্যান্য পৃষ্ঠপোষকদের জন্য লজ্জার বিষয়।

জনাব কাশানি বলেন, বিশ্ববাসী সৌদিআরব, ইসরাইল ও আমেরিকাকে সন্ত্রাসের ত্রিভুজ এবং পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদ কায়েমের হোতা বলেই মনে করে।

তেহরানের জুমার নামাজে আগত মুসল্লিরা জামাত কায়েমের আগে সৌদিআরব, ইসরাইল ও মার্কিন সন্ত্রাসের বিরুদ্ধে শ্লোগান দেয়।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৬

 

 

ট্যাগ