আমেরিকা অবশ্যই অনুতপ্ত হবে: ইরানের সংসদ স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i69926-আমেরিকা_অবশ্যই_অনুতপ্ত_হবে_ইরানের_সংসদ_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা অবশ্যই অনুতপ্ত হবে। ইরানিদের দৃঢ়তা ও প্রতিরোধের কারণেই আমেরিকা অনুশোচনা করতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন। আজ (রোববার) তেহরানে 'মুসলিম বিশ্বের ভবিষ্যৎ' শীর্ষক সম্মেলনে এসব মন্তব্য করেন ইরানের সংসদ স্পিকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ১৭:০২ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার লারিজানি
    ইরানের সংসদ স্পিকার লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা অবশ্যই অনুতপ্ত হবে। ইরানিদের দৃঢ়তা ও প্রতিরোধের কারণেই আমেরিকা অনুশোচনা করতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন। আজ (রোববার) তেহরানে 'মুসলিম বিশ্বের ভবিষ্যৎ' শীর্ষক সম্মেলনে এসব মন্তব্য করেন ইরানের সংসদ স্পিকার।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন তিনি যা কিছু করছেন তার সবই মার্কিন স্বার্থ রক্ষা করছে। কিন্তু তিনি কি একবারও ভেবেছেন তার এ ধরণের আচরণ ও পদক্ষেপের কারণে আমেরিকার প্রতি গোটা বিশ্বের অনাস্থা ক্রমেই বাড়ছে।

লারিজানি বলেন, ইরানের পরমাণু সমঝোতা, প্যারিস চুক্তি, গ্রিন হাউজ গ্যাস ও পরিবেশ সংক্রান্ত চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেছে। দুঃখজনকভাবে ইউরোপীয় ইউনিয়নও প্রমাণ করেছে এসব আন্তর্জাতিক চুক্তি রক্ষার মতো প্রয়োজনীয় ক্ষমতা তাদের নেই। ইরানের পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ায় এটা সবার কাছেই স্পষ্ট হয়েছে যে, আমেরিকা আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না।

তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপীয় দেশগুলোও কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি।

লারিজানি বলেন, গোটা মুসলিম বিশ্ব আজ উগ্রতা ও চরমপন্থার কারণে সমস্যায় রয়েছে। এ সময় তিনি শ্রীলঙ্কায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা তুলে ধরেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮