সৌদি ও আমিরাতের তেল বিক্রি বাড়ানোর সামর্থ্য নেই: ইরান
(last modified Sat, 04 May 2019 10:36:07 GMT )
মে ০৪, ২০১৯ ১৬:৩৬ Asia/Dhaka
  • লারিজানি
    লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেল বিক্রি বাড়াতে পারবে না। কারণ বিক্রি বাড়ানোর সামর্থ্য তাদের নেই। তিনি আজ (শনিবার) তেহরানে ইরানের জিওগ্রাফিক সোসাইটির ১৪তম কংগ্রেসে এ কথা বলেছেন।

লারিজানি আরও বলেন, ইরানের তেল কেনার বিষয়ে কয়েকটি দেশকে দেওয়া ছাড় নবানয় না করে শত্রুরা নতুনকরে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। কারণ শত্রুরাও এটা ভালো করে জানে যে ইরান তেল বিক্রি বন্ধ করে দিলে বিভিন্ন দেশ সমস্যায় পড়বে। এখন তারা এক ধরণের মনস্তাত্ত্বিক খেলা খেলছে। 

লিবিয়া ও ভেনিজুয়েলায় নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনেও তেল ইস্যুটি কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, দু'টি দেশেই তেলের মজুদ রয়েছে। 

মার্কিন সরকার গত ২২ এপ্রিল ঘোষণা করেছে, আর কোনো দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিশ্বে ইরানী তেলের ঘাটতি পূরণ করবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

ট্যাগ