পরমাণু সমঝোতা: ইউরোপের প্রতি যে আহ্বান জানাল ইরান ও রাশিয়া
(last modified Thu, 09 May 2019 00:06:16 GMT )
মে ০৯, ২০১৯ ০৬:০৬ Asia/Dhaka
  • বুধবার মস্কোয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জারিফ (বামে) ও ল্যাভরভ
    বুধবার মস্কোয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জারিফ (বামে) ও ল্যাভরভ

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য এতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইরান ও রাশিয়া। বুধবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার ইরানি সমকক্ষ মোহাম্মাদ জাওয়াদ জারিফের মধ্যে এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে জারিফ বলেন, ইউরোপীয় স্বাক্ষরকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই কেবল পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখা সম্ভব; কিন্তু তারা এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করেনি। তিনি বলেন, রাশিয়া ও চীন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও ইউরোপীয় দেশগুলো তাদের অঙ্গীকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেনি।

ইউরোপীয় দেশগুলোসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সবগুলো দেশের জন্য তাদের প্রতিশ্রুতি রক্ষার সামান্য সুযোগ অবশিষ্ট রয়েছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা তাদের অঙ্গীকার রক্ষা করলে ইরানও এই সমঝোতা টিকিয়ে রাখার গ্যারান্টি দিতে প্রস্তুত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ইরানকে যেসব সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার সব দিতে হবে।  ইরানের পরমাণু সমঝোতাটি যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য প্রয়োজনে এতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে শলাপরামর্শ করারও আহ্বান জানান ল্যাভরভ।

এর আগে বুধবারই ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। আমেরিকা এ সমঝোতা একতরফাভাবে পরিত্যাগ করার এক বছর পর সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন করা থেকে বিরত থাকবে বলে ঘোষণা করল ইরান। আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে গতকাল বুধবার প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ