ইরানের মতো নিরাপত্তা বিশ্বের কোনো দেশে নেই: জেনারেল রেজায়ি
(last modified Mon, 20 May 2019 01:06:33 GMT )
মে ২০, ২০১৯ ০৭:০৬ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি
    ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি বলেছেন, বর্তমানে ইরানে যে নিরাপত্তা বিরাজ করছে বিশ্বের অন্য কোনো দেশে তা নেই। তিনি আরো বলেছেন, এমন সময় ইরানকে পূর্ণ নিরাপত্তা দেয়া সম্ভব হয়েছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

জেনারেল রেজায়ি ইরানের কেরমানশাহ প্রদেশে সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতিনিধি আয়াতুল্লাহ মোস্তফা ওলামা’র সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন। তিনি বলেন, সীমান্তে ইরানের জন্য যে হুমকি সৃষ্টি করা হচ্ছে তার মূলে রয়েছে আমেরিকা।

ইরানি সীমান্তরক্ষী বাহিনীর দুজন জওয়ান (ফাইল ছবি)

দেশে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হলেও এখনো মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং গুপ্তচরবৃত্তির মতো সমস্যা রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেন, রাতের অন্ধকারে যেসব মাদক চোরচালান হয় বা ইরানের এক প্রান্ত দিয়ে অনুপ্রবেশ করে অন্যপ্রান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার যেসব ঘটনা ঘটে তার বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নেয়া হবে।

 সাক্ষাতে আয়াতুল্লাহ মোস্তফা ওলামা বলেন, ইরান সামরিক সক্ষমতার দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠায় আমেরিকার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইরানের সঙ্গে আমেরিকার সকল শত্রুতার কারণ এই একটিই বলে তিনি মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি বলেন, দেশের পূর্ণ নিরাপত্তাই প্রমাণ করে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ