উত্তেজনা কমাতে ইরান ও আমেরিকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরাক: প্রধানমন্ত্রী
(last modified Wed, 22 May 2019 00:23:21 GMT )
মে ২২, ২০১৯ ০৬:২৩ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী আাদেল আব্দুল মাহদি
    ইরাকি প্রধানমন্ত্রী আাদেল আব্দুল মাহদি

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমাতে ওই দুই দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বরের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি শক্তিশালী করার পর এ ঘোষণা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী।

তিনি মঙ্গলবার বাগদাদে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ইরাক দু’দেশের (ইরান ও আমেরিকা) সঙ্গেই উচ্চ পর্যায়ের যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। বাগদাদও ইউরোপীয় ইউনিয়নের মতো এ অঞ্চলের চলমান উত্তেজনা নিরসন করতে চায়।”

ইরাকের প্রধানমন্ত্রী আরো বলেন, “এখন পর্যন্ত আমেরিকা ও ইরানের কর্মকর্তারা আমাদেরকে এই বলে আশ্বস্ত করেছেন যে, তারা যুদ্ধে যেতে চাচ্ছেন না।” আদেল আব্দুল মাহদি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদানপ্রদানের চেষ্টা করছে বাগদাদ। যুদ্ধের মাধ্যমে ইরাকি জনগণের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য তার সরকার চেষ্টা করছে বলে জানান ইরাকি প্রধানমন্ত্রী। ইরাকের কোনো দল বা গোষ্ঠী আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাক তা চায় না বলে জানান আব্দুল মাহদি।

ডোনাল্ড ট্রাম্প

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় একটি কাতিউশা রকেট আঘাত হানার দু’দিন পর দেশটির প্রধানমন্ত্রী এসব বক্তব্য দিলেন। রকেটটি মার্কিন দূতাবাস ভবনের কাছে গিয়ে আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি।

মোহাম্মদা জাওয়াদ জারিফ

ওই রকেট হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেন, মার্কিন স্বার্থে আঘাত হানা হলে ইরানকে তার ভাষায় ধ্বংস করে ফেলা হবে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আলেক্সান্ডার (দি গ্রেট) এবং চেঙ্গিস খানের মতো বিশ্বখ্যাত আগ্রাসীরাও ইরানকে ধ্বংস করতে পারেনি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তা পারবে না।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ