প্রথম ফায়ারেই তেলের দাম ১০০ ডলারে পৌঁছাবে: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i70914-প্রথম_ফায়ারেই_তেলের_দাম_১০০_ডলারে_পৌঁছাবে_ইরানি_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, পারস্য উপসাগরে সংঘাত শুরু হলে প্রথম আঘাতেই তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। তিনি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা নাকচ করে বলেন, তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেলে মার্কিন সরকার ও তার মিত্ররা তা সহ্য করতে পারবে না। এজন্য আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০১৯ ১৪:১১ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, পারস্য উপসাগরে সংঘাত শুরু হলে প্রথম আঘাতেই তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। তিনি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা নাকচ করে বলেন, তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেলে মার্কিন সরকার ও তার মিত্ররা তা সহ্য করতে পারবে না। এজন্য আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না।

গতকাল (রোববার) ইরানের সংবাদ মাধ্যম ফার্স-কে দেয়া সাক্ষাৎকারে জেনারেল রহিম সাফাভি বলেন, আমেরিকা তর্জন-গর্জন ছাড়া কিছুই করছে না। তিনি পরিষ্কার করে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রথম গুলি ছোঁড়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাবে যা আমেরিকা, ইউরোপ ও তাদের মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ সহ্য করতে পারবে না।

পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ

জেনারেল রহিম সাফাভি আরো বলেন, পারস্য উপসাগরে আমেরিকার ২৫টি সামরিক ঘাঁটি রয়েছে এবং এগুলোতে ২০ হাজারের বেশি সেনা রয়েছে। কিন্তু প্রতিটি মার্কিন ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন যে, ইরানের সঙ্গে যেকোনো যুদ্ধ তাদের জন্য সামরিক পরাজয় ও বিরাট অর্থনৈতিক ব্যয় বয়ে আনবে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।