লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের বোনের ইন্তেকাল; শোক জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71013-লেবাননের_হিজবুল্লাহ_মহাসচিবের_বোনের_ইন্তেকাল_শোক_জানাল_ইরান
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র বোন সাইয়্যেদা জাকিয়া নাসরুল্লাহ ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০১৯ ১৫:৩৯ Asia/Dhaka
  • নাসরুল্লাহ (বামে) ও বেলায়েতি (ডানে)
    নাসরুল্লাহ (বামে) ও বেলায়েতি (ডানে)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র বোন সাইয়্যেদা জাকিয়া নাসরুল্লাহ ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি হিজবুল্লাহর মহাসচিবের কাছে লেখা এক শোকাবার্তায় বলেছেন, সাইয়্যেদা জাকিয়া হিজবুল্লাহ ও প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে ছিলেন এবং দীর্ঘ দিন ধরে এ সংগ্রামে সহযোগিতা করেছেন। তিনি আল্লাহর কাছে এই সংগ্রামী নারীর জন্য দয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

লারিজানি

এছাড়া ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি হিজবুল্লাহ মহাসচিবের কাছে পাঠানো শোক বার্তায় বলেছেন, আপনার বোনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাচ্ছি এবং মরহুমার জন্য আল্লাহর কাছে রহমত ও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে শোক সহ্য করার তওফিক দান করুন।

গতকাল বৃহস্পতিবার সাইয়্যেদা জাকিয়া ইন্তেকাল করেন। আজ বৈরুতে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।