জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার হুমকি দিয়েছে এমকেও
(last modified Fri, 28 Jun 2019 05:13:34 GMT )
জুন ২৮, ২০১৯ ১১:১৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল কাসেম সোলায়মানি (ডানে) ও বিচারবিভাগের প্রধান ইবরাহিম রাইসি
    মেজর জেনারেল কাসেম সোলায়মানি (ডানে) ও বিচারবিভাগের প্রধান ইবরাহিম রাইসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও বিচারবিভাগের প্রধান ইবরাহিম রাইসিকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠন মুজাহিদে খালক সংস্থা বা এমকেও। ইসলামি বিপ্লব সফল হয়ার পর থেকে এ গোষ্ঠী হাজার হাজার নিরাপরাধ ইরানি নাগরিককে হত্যা করেছে।

সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে এমকেও তার সদস্যদেরকে এ গুপ্তহত্যার পরিকল্পনা জানিয়েছে। ঘোষণায় জেনারেল সোলায়মানির নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। জেনারেল সোলায়মানি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। এর পাশাপাশি বিচারবিভাগের প্রধান ইবরাহিম রাইসিকেও হত্যার কথা জানানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে ইরানের সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন।

এমকেও ভয়াবহ ও বিভৎস্য ইতিহাসের অধিকারী  একটি সন্ত্রাসী সংগঠন। খুনী এ গোষ্ঠী ১৯৯৮ সালে তেহরানের সাবেক প্রধান কৌঁসুলি আসাদুল্লাহ লাজেভারদিকে এবং ইরানি পদাতিক বাহিনীর সাবেক প্রধান আলী সাইয়্যেদ শিরাজিকে ১৯৯৯ সালে হত্যা করে। এ দুজনই ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর মার্কিন সরকারের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ