আমেরিকা এখন আন্তর্জাতিক দুর্বৃত্ত: ইরানি আলেম
(last modified Fri, 28 Jun 2019 10:53:33 GMT )
জুন ২৮, ২০১৯ ১৬:৫৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ
    সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতির সুস্পষ্ট বার্তা রয়েছে আর আর তাহলো ইরানের আকাশ, পানি ও স্থলসীমায় যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

এ প্রসঙ্গে তিনি ইরানের আকাশসীমায় প্রবেশের পর মার্কিন অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার কথা তুলে ধরেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।

তিনি বিশ্বব্যাপী মার্কিন অপতৎপরতার নিন্দা জানিয়ে বলেন, আমেরিকা বর্তমানে আন্তর্জাতিক আইন ও নীতিমালার কোনো তোয়াক্কা করছে না এবং আন্তর্জাতিক সব ব্যবস্থা ও রীতিনীতিকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে। ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞাসহ নানা অপতৎপরতার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক দুর্বৃত্তে পরিণত হয়েছে।

এ সময় তিনি সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের একের পর এক বিজয়কে স্বাগত জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ