সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে ইরান: জারিফের ঘোষণা
-
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় কাজ করছেন একজন টেকনিশিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারত।তবে ওই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, অপর পক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরান এটির কোনো কোনো ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। সে অনুযায়ী ইরান এ পদক্ষেপ নিল।
ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে আজ (সোমবার) এক অনুষ্ঠানের অবকাশে ইসনা বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে জারিফ একথা জানান। তিনি বলেন, “আমার জানা মতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়ে গেছে এবং আমরা আগেই এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। আমরা যে ঘোষণা দিয়েছিলাম তা খুবই পরিষ্কার এবং আমরা মনে করি পরমাণু সমঝোতা অনুসারে এটি আমদের অধিকার।”

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সীমা অতিক্রম করার বিষয়টি যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
গত ১৭ জুন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছিলেন, ২৭ জুন থেকে তার দেশ পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুসারে সমৃদ্ধ ইউরেনিয়াম মুজদের সীমা মানবে না।#
পার্সটুডে/এসআইবি/১