পরবর্তী পদক্ষেপ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন কমিয়ে দেয়ার প্রক্রিয়ায় তেহরান এরপরে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (সোমবার) একথা বলেছেন।
তিনি বলেন, পরমাণু সমঝোতা অনুসারে যে ৩.৬৭ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা ছিল তা থেকে ইরান এরইমধ্যে সরে গেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৪.৫-এ নেয়া হয়েছে।

কামালভান্দি বলেন, “২০ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন দরকার নেই তবে প্রয়োজন হলে ইরান তা করবে। যখন আমরা ৩.৬৭ মাত্রাকে বাতিল করেছি তখন ২০ মাত্রায় যেতে আমাদের সামনে কোনো বাধা নেই।”
ইরানের এ মুখপাত্র জানান, বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ২০ মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রায়োজনীয়তা এলে তেহরান তাই করবে। কামালভান্দি বলেন, পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন কমিয়ে দেয়ার প্রক্রিয়ায় সেন্ট্রিফিউজ বাড়ানো হবে তৃতীয় পদক্ষেপ।#
পার্সটুডে/এসআইবি/৮