বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে: রুহানি
(last modified Mon, 15 Jul 2019 02:15:37 GMT )
জুলাই ১৫, ২০১৯ ০৮:১৫ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট হাসান রুহানি
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ শুরু থেকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে এবং কখনো এটি লঙ্ঘন করেনি। তিনি পরমাণু সমঝোতাকে ইরানের বিশাল রাজনৈতিক ও নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, এ সমঝোতার মাধ্যমে ইরান ক্ষতিগ্রস্ত হলে আমেরিকা এটি থেকে বেরিয়ে যেত না।

প্রেসিডেন্ট রুহানি গতকাল (রোববার) ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘উত্তর খোরাসান’ প্রদেশে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ১২ বছর ধরে দাবি করে আসছিল যে, ইরান বেআইনি কাজ করে গোপনে পরমাণু বোমা তৈরি করছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বারবার ঘোষণা করেছে, ইরান কখনো পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং এখনো করছে না।

বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইরানের শক্তিমত্তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, ইরাকের সাবেক সাদ্দাম সরকারের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ নিজের প্রতিরক্ষা শক্তি প্রমাণ করেছে এবং পরমাণু সমঝোতায় ইরানের রাজনৈতিক ও নৈতিক শক্তি প্রদর্শিত হয়েছে।

বলদর্পী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করা ছাড়া অন্য কোনো উপায় নেই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব অনুমোদনের মাধ্যমে বিশ্বের একমাত্র যে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দেয়া হয়েছে সেটি হচ্ছে ইরান।

প্রেসিডেন্ট হাসান রুহানি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে রোববার উত্তর খোরাসান প্রদেশ সফর করেন। পাশাপাশি তিনি প্রদেশের রাজধানী শিরভানে এক বিশাল জনসভায় ভাষণ দেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৫