সীমান্তের নিরাপত্তা ইরানের জন্য রেডলাইন: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i72624-সীমান্তের_নিরাপত্তা_ইরানের_জন্য_রেডলাইন_আইআরজিসি_প্রধান
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতিতে দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, ইরানের ওপর আগ্রাসন চালানো হলে শত্রুকে চরম শিক্ষা দেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ০৭:০৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতিতে দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, ইরানের ওপর আগ্রাসন চালানো হলে শত্রুকে চরম শিক্ষা দেয়া হবে।

তিনি ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের পাহাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, সীমান্ত রক্ষা করাকে ইরান রেড লাইন হিসেবে ঘোষণা করছে।

ইরানের পশ্চিম  সীমান্ত পরিদর্শন করছেন জেনারেল সালামি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সীমান্তরক্ষী বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে আইআরজিসি’র প্রধান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনা জওয়ানরা যে সতর্কতা অবলম্বন ও আত্মোৎসর্গ করছে তা প্রশংসার দাবি রাখে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার গতকাল (বুধবার) বেশ কয়েকজন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ইরানের পশ্চিম সীমান্ত পরিদর্শন করেন। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।