নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করবে ইরান
-
ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী ২২ আগস্ট দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করবে। একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
গতকাল (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের অবকাশে জেনারেল হাতামি বলেন, বাবর-৩৭৩ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২২ আগস্ট জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে উদ্বোধন করা হবে।

জেনারেল হাতামি বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। এছাড়া, আগামী সপ্তাহে ইরান একটি সাঁজোয়া যান উদ্বোধন করবে। তিনি জানান, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরান নানা ধরনের সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে।
বাবর-৩৭৩ হচ্ছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়ার তৈরি এস-৩০০ এর প্রতিযোগী হিসেবে দেখা হয়। বাবর-৩৭৩ থেকে একই সময়ে বিভিন্ন উচ্চতায় ও বিভিন্ন দূরত্বের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।#
পার্সটুডে/এসআইবি/৮