'ইরান প্রতিরক্ষা শিল্প খাতে চোখ ধাঁধানো সফলতা অর্জন করেছে'
https://parstoday.ir/bn/news/iran-i73017-'ইরান_প্রতিরক্ষা_শিল্প_খাতে_চোখ_ধাঁধানো_সফলতা_অর্জন_করেছে'
ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিমান-মহাকাশ বাহিনী বা অ্যারো-স্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ বলেছেন, প্রতিরক্ষা শিল্প খাতে ইরান চোখ ধাঁধানো সফলতা অর্জন করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ১৮:০৬ Asia/Dhaka
  • ছোঁড়া হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র
    ছোঁড়া হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিমান-মহাকাশ বাহিনী বা অ্যারো-স্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ বলেছেন, প্রতিরক্ষা শিল্প খাতে ইরান চোখ ধাঁধানো সফলতা অর্জন করেছেন।

ইরানি ক্ষেপণাস্ত্র এবং রকেট

ইরানে ইসলামি বিপ্লবের নজিরবিহীন বিজয়ের পর দেশটির প্রতিরক্ষা শিল্প সশস্ত্র বাহিনীর সঙ্গে গভীর যোগাযোগ রক্ষা করে চলেছে। ইরানের ভূমি, সাগর, আকাশ, মহাকাশ, ক্ষেপণাস্ত্রসহ নানা ক্ষেত্রে চোখ ধাঁধানো সাফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ।

ইরানের তৈরি সামরিক জলযান

প্রতিরক্ষা শিল্পের সফলতার ফলে মধ্যপ্রাচ্যে আইআরজিসি ক্ষেপণাস্ত্রের দিক থেকে এখন প্রথম শ্রেণির এবং বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের প্রতিরক্ষা শিল্পের সফলতার কিছু চিত্র এখানে দেয়া হলো। এ ছবি তুলেছেন ইরানের সংবাদসংস্থা ফার্স নিউজের আলোকচিত্রী।

পার্সটুডে/মূসা রেজা/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।