প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই: জেনারেল বাকেরি
(last modified Tue, 24 Sep 2019 11:50:28 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১৭:৫০ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি
    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আবারো বলেছেন, প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তার দেশের কোনো শত্রুতা নেই। একইসঙ্গে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে সংসদের উন্মুক্ত আলোচনায় জেনারেল বাকেরি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে তাদের আচরণ পরিবর্তন করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ইরানের প্রতি তাদের বিদ্বেষ এবং শত্রুতামূলক নীতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

সশস্ত্রবাহিনীর প্রধান বলেন, "আমরা প্রতিবেশী দেশগুলোকে বলছি যে আপনাদের সঙ্গে তেহরানের কোনো শত্রুতা নেই। কিছু মুসলিম দেশ বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পথ হারিয়ে ফেলেছে। এ অঞ্চলে নিরাপত্তা সুরক্ষা দেয়ার জন্য তাদের উচিত ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করা।"

মোহাম্মদ বাকেরি বলেন, ইরানে আছে একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প যা গোটা মুসলিম বিশ্বের স্বার্থে এটি ব্যবহার করা হবে। তিনি বলেন, প্রত্যেকের জানা উচিত যে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত হতে পারে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

   

 

ট্যাগ