‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অত্যাধুনিক সেন্ট্রিফিউজ ব্যবহার করছে ইরান’
(last modified Fri, 27 Sep 2019 01:14:16 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ০৭:১৪ Asia/Dhaka
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজ
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, অত্যাধুনিক সেন্ট্রিফিউজের সাহায্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে ইরান। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এই কাজটি সম্পন্ন করার যন্ত্রের নাম সেন্ট্রিফিউজ।

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতির কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে এসব যন্ত্রের সাহায্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তেহরানের অদূরে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় এসব অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা হয়েছে এবং আরো কিছু যন্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে।

পরমাণু স্থাপনায় কাজ করছেন ইরানের একজন পরমাণু বিজ্ঞানী (ফাইল ছবি)

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর ২০১৯ সালের ৮ মে তেহরান এই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনে নিজের দেয়া কিছু প্রতিশ্রুতি পালন স্থগিত করে। ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা রক্ষা করার জন্য ইরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোনোটিই বাস্তবায়িত না হওয়ায় তেহরান ওই পদক্ষেপ নিতে বাধ্য হয়।

এ পর্যন্ত ইরান তিন দফায় ইউরোপকে ৬০ দিন করে সময় দিয়ে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে।  ইরানের দেয়া পরবর্তী ৬০ দিন সময়ের মেয়াদ আগামী ৬ নভেম্বর শেষ হবে। ওই তারিখের আগে ইউরোপ তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে ইরান চতুর্থ দফা পদক্ষেপ নেবে এবং এবারের পদক্ষেপ আগের তিন দফার চেয়ে তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ