রাশিয়ার আহবান
ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখুন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার কথা বলেছে।
গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই আহ্বান জানান। তিনি বলেন, আইএইএ-কে সব ধরনের উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
সম্প্রতি আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি দাবি করেছেন, ইরান হয়তো পরমাণু অস্ত্র বানিয়ে থাকতে পারে।
এ সম্পর্কে জাখারোভা বলেন, “আমরা আশা করি আইএইএ পশ্চিমা চাতুরতামূলক প্রচারণার কাছে আত্মসমর্পণ না করে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ক্ষেত্রে নিজেদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সক্ষম হবে। আমরা একে ইরান এবং আইএইএ’র মধ্যে গঠনমূলক সহযোগিতা গড়ে ওঠার জন্য অপরিহার্য গ্যারান্টি হিসেবে দেখে থাকি।”
২০১৫ সালে ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য পশ্চিমা দেশগুলোকে কঠোরভাবে অভিযুক্ত করেন রাশিয়ার এই কর্মকর্তা।
রাফায়েল গ্রোসি সম্প্রতি ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানিয়েছেন, ইরান বিভিন্ন আঙ্গিক থেকে তার পরমাণু কর্মসূচির সক্ষমতা অনেক বেশি শক্তিশালী করেছে। ইরানের হাতে ৬০ থেকে ৯০ মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম রয়েছে যা সামরিক কাজে ব্যবহৃত হয়।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।