ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনার গুঞ্জনের মধ্যে ক্ষোভ উগরে দিলেন জুবায়ের
(last modified Wed, 02 Oct 2019 10:36:40 GMT )
অক্টোবর ০২, ২০১৯ ১৬:৩৬ Asia/Dhaka
  • আদেল আল জুবায়ের
    আদেল আল জুবায়ের

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ তুলে দাবি করেছেন, আরব বিশ্বে অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী।

গত কয়েক দিনে খবর বেরিয়েছে যে, সৌদি সরকার তৃতীয় পক্ষ অর্থাৎ ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির মতো মধ্যস্থতাকারীর সহায়তায় দ্বিপক্ষীয় উত্তেজনা নিরসনের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিঈ সৌদি আরবের পক্ষ থেকে কয়েকটি দেশের মাধ্যমে আলোচনার প্রস্তাব আসার কথা জানিয়ে বলেছেন, সৌদি সরকার যদি সত্যিই তাদের আচরণে পরিবর্তন আনতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাব।

বিভিন্ন সূত্রে যখন ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার কথা শোনা যাচ্ছে তখন তখন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের তার টুইটার বার্তায় সংলাপের বিষয়ে কোনো কথা না বলে উল্টো ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এমনকি আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য তেহরানকে দায়ী করেছেন। তার এসব বক্তব্য থেকে পশ্চিম এশিয়ায় সৌদি আরবের দুর্বল অবস্থানের বিষয়টি ফুটে উঠেছে বলে আনেকে মনে করছেন।

সৌদি সরকার মনে করেছিল আমেরিকা ও দখলদার ইসরাইলসহ আরো কয়েকটি আরব দেশের সহযোগিতায় এ অঞ্চলে নিজের অবস্থানকে শক্তিশালী করতে পারবে। কিন্তু গত নয় বছরের ঘটনাবলীতে প্রমাণিত হয়েছে সৌদি আরব তার মর্যাদা ও গুরুত্ব হারিয়েছে এমনকি ইয়েমেনের মতো দরিদ্র একটি দেশের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে। এ ছাড়া, সৌদি আরবের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের অবমাননাকর বক্তব্য রিয়াদকে আরো বিচলিত করেছে। মার্কিন কর্মকর্তারা সৌদি আরবকে দুধ দেয়া গাভীর সঙ্গে তুলনা করেছিলেন। আমেরিকা যেকোনো অজুহাতে সৌদি তেল বেচা ডলার হাতিয়ে নিচ্ছে। কিন্তু এরপরও সৌদি আরবের কোনো স্বার্থ আমেরিকা রক্ষা করতে পারেনি বরং রিয়াদ পদে পদে অপমানিত হচ্ছে।

এই অপমানজনক পরিস্থিতির জন্য সৌদি সরকার এখন মধ্যপ্রাচ্যের বিষয়ে ইরানের নীতিকে দায়ী করছে। এ কারণেই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে তার চরম ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি এমন সময় ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ তুলেছেন যখন এটা সবারই জানা আছে যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও ওয়াহাবি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব। ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে সৌদি আরব চিহ্নিত হয়ে আছে। এখনো সৌদি সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত।

অথচ সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। এমন সময় তিনি এ বক্তব্য দিলেন যখন ইয়েমেনসহ বিভিন্ন দেশে সৌদি আরব রক্তের বন্যা বইয়ে দিয়েছে। গত পাঁচ বছর ধরে তারা ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে এবং এ পর্যন্ত হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু ইরান প্রথম থেকেই যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে।

পর্যবেক্ষকরা বলছেন, আদেল আল জুবায়েরের এসব বক্তব্য থেকে বোঝা যায় সৌদি সরকার চরম হতাশার মধ্যে ডুবে আছে এবং মধ্যপ্রাচ্যে সব দিক দিয়েই ইরানের শ্রেষ্ঠত্বে তারা প্রচণ্ড ক্ষুব্ধ।# 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২

ট্যাগ