আয়াতুল্লাহ মাকারেম শিরাজিকে হাসপাতালে দেখতে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা
-
মাকারেম শিরাজি (বামে) ও সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (সোমবার) সকালে তাকে দেখতে হাসপাতালে যান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
হাসপাতালে পৌঁছে তিনি আয়াতুল্লাহ মাকারেম শিরাজির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁকে উদ্দেশ্য করে তিনি বলেন, "দেশবাসী ও ধর্মীয় অঙ্গনের জন্য আপনার উপস্থিতি অত্যন্ত মঙ্গলজনক এবং মহান আল্লাহর কাছে দ্রুত পরিপূর্ণ রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।"
সর্বোচ্চ নেতা এরপর আয়াতুল্লাহ মাকারেম শিরাজির কপালে চুমু খান।

এদিকে, আয়াতুল্লাহ মাকারেম শিরাজির দপ্তর থেকে বলা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল এবং খুব শিগগিরই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। তাঁর জটিল কোনো সমস্যা হয় নি।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।