মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবেন জারিফ ও কেরি
(last modified Fri, 22 Apr 2016 07:33:29 GMT )
এপ্রিল ২২, ২০১৬ ১৩:৩৩ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবেন জারিফ ও কেরি

তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ (শুক্রবার) আলোচনা করবেন। দু মন্ত্রীর মধ্যে আজ আরো পরে নিউ ইয়র্কে বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। গত বছর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হলেও তেহরান অভিযোগ করছে- আমেরিকা ওই সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সমঝোতা হয় এবং সে অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করতে রাজি হয়েছে। এর বিপরীতে ইরানের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় ছয় জাতিগোষ্ঠী। কিন্তু ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অভিযোগ করছেন, আমেরিকা এ সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না।

গত সোমবার জাওয়াদ জারিফ বলেছেন, তিনি কেরির সঙ্গে বৈঠকের সময় বিষয়টি নিয়ে কথা বলবেন যাতে আমেরিকা অন্য দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং লেনদেন ও অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে হস্তক্ষেপ করা বন্ধ করে।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, কেরির সঙ্গে জারিফের বৈঠকের সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে এজেন্ডাভুক্ত করা হয়েছে।#

সিরাজুল ইসলাম/২২

ট্যাগ