ভিসা দেয় নি আমেরিকা: সফর বাতিল করলেন ইরানি অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74744-ভিসা_দেয়_নি_আমেরিকা_সফর_বাতিল_করলেন_ইরানি_অর্থমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দকে আমেরিকা ভিসা দিতে অস্বীকার করায় তিনি একটি আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন নি। চলতি মাসের মাঝিামাঝি ওয়াশিংটনে ওই বৈঠক হওয়ার কথা ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ০৯:৫৫ Asia/Dhaka
  • ইরানের অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দ
    ইরানের অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দকে আমেরিকা ভিসা দিতে অস্বীকার করায় তিনি একটি আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন নি। চলতি মাসের মাঝিামাঝি ওয়াশিংটনে ওই বৈঠক হওয়ার কথা ছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আমেরিকা ভিসা না দেয়ায় দেজপাসান্দ তার পরিকল্পিত সফর বাতিল করেন। সে সময় তার সঙ্গে যে প্রতিনিধিদল যাওয়ার কথা ছিল তারাও সফর বাতিল করেন।

ইরনা জানিয়েছে, অর্থমন্ত্রী দেজপাসান্দ এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের কাছে একটি চিঠি লিখেছেন। ভিসা না দেয়ার বিষয়ে মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে দেজপাসান্দ নজিরবিহীন এবং শত্রুতাপূর্ণ বলে উল্লেখ করেন। ইরানি মন্ত্রী বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্টকে পরিষ্কার করে বলেছেন, মার্কিন সরকার ভিসা না দেয়ায় তিনি বৈঠকে যোগ দিতে পারেন নি। মার্কিন সরকারের এই পদক্ষেপে আন্তর্জাতিক সংস্থাগুলোর সুনাম ক্ষুন্ন হবে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫