কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার জন্য ইরাককে আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75025
ইরাকে নিজের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরাকের মধ্যাঞ্চলীয় ধর্মীয় নগরী কারবালায় অবস্থিত ইরানি কনস্যুলেটে একদল দুর্বৃত্ত হামলা চালানোর পর ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৬, ২০১৯ ০৫:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরাকে নিজের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরাকের মধ্যাঞ্চলীয় ধর্মীয় নগরী কারবালায় অবস্থিত ইরানি কনস্যুলেটে একদল দুর্বৃত্ত হামলা চালানোর পর ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার আবারো ওই হামলার নিন্দা জানান এবং তার দেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষা করার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলে তেহরান এ সংক্রান্ত বার্তা বাগদাদের কাছে পৌঁছে দিয়েছে।

রোববার রাতে কারবালায় ইরানের কনস্যুলেটে হামলা চালায় একদল দুর্বৃত্ত

আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরাক সরকারকেই সেদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে হবে বলে মুসাভি উল্লেখ করেন।

এর আগে সোমবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় কারবালা নগরীতে অবস্থিত ইরানি কনস্যুলেটে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানায়।

রোববার রাতে ইরাকের মধ্যাঞ্চলীয় ধর্মীয় নগরী কারবালায় ইরানের কনস্যুলেটে বিক্ষোভকারীদের ছদ্মাবরণে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে ওই কূটনৈতিক মিশনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ সময় বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করতে কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কূটনৈতিক পুলিশ এ সময় গুলি চালাতে বাধ্য হয়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।