নরওয়ের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75504-নরওয়ের_চার্জ_দ্যা_অ্যাফেয়ার্সকে_তলব_করেছে_ইরান
নরওয়ের একটি উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে পবিত্র কুরআন পুড়িয়ে দেয়ার প্রতিবাদে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। নরওয়েতে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় এরইমধ্যে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রচণ্ড সৃষ্টি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৭, ২০১৯ ০৯:৩৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

নরওয়ের একটি উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে পবিত্র কুরআন পুড়িয়ে দেয়ার প্রতিবাদে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। নরওয়েতে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় এরইমধ্যে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রচণ্ড সৃষ্টি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর ইউরোপ বিষয়ক ডেস্কের পরিচালককে নরওয়ের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে কুরআন পোড়ানোর তীব্র প্রতিবাদ করেন এবং এ ধরনের ঘটনার মারাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দেন। বর্তমানে নযরওয়ের রাষ্ট্রদূত তেহরানে উপস্থিত না থাকার কারণে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলেছে, এ ধরনের ঘটনার কারণে সারা বিশ্বে উগ্রবাদ এবং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে।

গত রোববার ‘স্টপ নরওয়েজ ইসলামাইজেশন’ নামে নরওয়ের একটি ইসলাম-বিরোধী গোষ্ঠী পবিত্র কুরআনের দুটি কপি নিয়ে চরমভাবে অবমাননাকর কর্মকাণ্ড চালায় এবং লার্স টোরেন্স নামে ইসলামবিরোধী ব্যক্তি পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

নরওয়ের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা প্রতিবাদ করে বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে দেড়শ কোটি মুসলমানের বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে না। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে নরওয়ে সরকার প্রতিরোধ করবে বলে তিনি আশা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৭