মুসলিম বিরোধী ষড়যন্ত্র ও শেইখ জাকজাকি সম্পর্কে আয়াতুল্লাহ কাশানির হুঁশিয়ারি
(last modified Fri, 20 Dec 2019 12:32:23 GMT )
ডিসেম্বর ২০, ২০১৯ ১৮:৩২ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি (ফাইল ছবি)
    ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি (ফাইল ছবি)

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইহুদিবাদী-মার্কিন ষড়যন্ত্রের ফসল হিসেবে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী আইএস (বা আইএসএল) তথা দায়েশ যাতে মার্কিন ও ইসরাইলি শাসকগোষ্ঠী লাভবান হয়। 

তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এ মন্তব্য করেছেন। 

ইমামি কাশানি বলেন, শত্রুদের লেলিয়ে দেয়া বহু সন্ত্রাসী ও বিশ্বাসঘাতকরা জনগণের দাবি-দাওয়ার বিক্ষোভের জোয়ারে সওয়ার হয়েছে, তাই ইরাকিদেরকে সতর্ক হতে হবে।

নাইজেরিয়ার 'ইসলামী মুভম্যান্ট' নামক দলের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে দেশটির সরকারের নির্দয় আচরণের তীব্র নিন্দা জানিয়ে তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেছেন: শেইখ জাকজাকির মুক্তির জন্য মুসলিম বিশ্বের প্রচেষ্টা চালানো উচিত।

নাইজেরিয়ার সরকারি সেনারা   ২০১৫ সালের ১৩ ডিসেম্বর জারিয়া শহরের একটি হুসাইনিয়ায় হামলা চালিয়ে শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে গ্রেফতার করে। ওই হামলায় শেইখ জাকজাকির তিন সন্তানসহ শত শত নাইজেরিয় মুসলমান শাহাদাত বরণ করেন।  আন্তর্জাতিক সমাজ ও নাইজেরিয় জনগণের চাপের মুখে দেশটির সরকার ২০১৯ সালের আগস্ট মাসে শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভারত সফরের অনুমতি দেয়, কিন্তু নিরাপত্তাহীনতা ও অবিশ্বস্ত চিকিৎসকের চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ও তার স্ত্রী দুই দিন থাকার পরই ভারত ছেড়ে স্বদেশে ফিরে যান। শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে আবুজা বিমানবন্দরে প্রবেশের পরপরই স্থানীয় নিরাপত্তা বাহিনী অজ্ঞাত স্থানে নিয়ে যায়। #

পার্সটুডে/এমএএইচ/২০  
 

ট্যাগ