পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়া সবারই পরাজয়: রুহানি
(last modified Fri, 20 Dec 2019 14:49:05 GMT )
ডিসেম্বর ২০, ২০১৯ ২০:৪৯ Asia/Dhaka
  • জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
    জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার যেভাবে পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে গেছে তা এই সমঝোতার কোনো পক্ষের জন্যই লাভজনক হয়নি এবং এতে প্রমাণ হয়েছে যে নিষেধাজ্ঞার ফল সব পক্ষের জন্যই পরাজয় ছাড়া অন্য কিছু নয়। 


তিনি আজ (শুক্রবার)  টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন। 

প্রেসিডেন্ট রুহানি তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলেও উল্লেখ করেন। তিনি সন্ত্রাস বিরোধী সব দেশকে এইসব মার্কিন সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান। ইরান পরমাণু সমঝোতাকে নিজ স্বার্থের আলোকে রক্ষার জন্য সব প্রচেষ্টা চালিয়েছে বলে রুহানি জানান। মার্কিন সরকার এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ইউরোপ এ সমঝোতা বাস্তবায়নে তার অঙ্গীকারগুলো রক্ষায় ব্যর্থ হওয়ায় ইরানও পর্যায়ক্রমে তার অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে এনেছে বলে রুহানি উল্লেখ করেন।  

জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এখন জাপানে রয়েছেন রুহানি। ২০০০ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট জাপান সফর করলেন। হাসান রুহানি ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবের প্রতি সব দেশের অঙ্গীকারবদ্ধ থাকার ওপর জোর দিয়ে বলেছেন, ইউরোপ এ ব্যাপারে তার দায়িত্ব পালনে অবহেলা করেছে।
জাপানের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের ৯০ তম বছর শুরু হওয়ার কথা তুলে ধরে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপানি ও ইরানি কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের ফলে তেহরান-টোকিও সম্পর্ক জোরদার হয়েছে। তিনি ইরানের সঙ্গে সব ক্ষেত্রে জাপানের সম্পর্ক জোরদারের দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেন।  অবশ্য জাপানের প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য না করেই দাবি করেছেন যে ইরানের উচিত এখনও এ সমঝোতা পুরোপুরি মেনে চলা!

জাপান মার্কিন সরকারের অন্যতম প্রধান সহযোগী ও অনুগত হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরে ইরান বিরোধী নৌ-জোটের শরিক হওয়ার মার্কিন প্রস্তাবে সায় দেয়নি।

ইরান জাপানের জ্বালানী তেল-চাহিদার প্রায় সাড়ে পাঁচ শতাংশের যোগান দিয়ে থাকে। #
 

ট্যাগ