যৌথ মহড়া শুরুর পর প্রতিবেশী দেশগুলোকে শান্তির বার্তা দিল ইরান
(last modified Sat, 28 Dec 2019 02:21:21 GMT )
ডিসেম্বর ২৮, ২০১৯ ০৮:২১ Asia/Dhaka
  • যৌথ মহড়া শুরুর পর প্রতিবেশী দেশগুলোকে শান্তির বার্তা দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। শুক্রবার ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীন যৌথ নৌমহড়া শুরু করার পর এক টুইটার বার্তায় জারিফ এ প্রস্তুতি ঘোষণা করেন।

‘মেরিন সিক্যুরিটি বেল্ট’ নামের এ মহড়ার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সার্বিক সহযোগিতা ও ঐক্যের ছায়াতলে শান্তি, বন্ধুত্ব এবং টেকসই নিরাপত্তা’।

মহড়ায় আগুন লেগে যাওয়া জাহাজ উদ্ধার, জলদস্যুদের হাতে আটক জাহাজকে মুক্ত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা’সহ নানাধরনের ট্যাকটিক্যাল অনুশীলন করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় তার দেশের পক্ষ থেকে উত্থাপিত হরমুজ শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “ইরান, রাশিয়া ও চীনের এই যৌথ নৌমহড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতির বিষয়টি ফুটিয়ে তুলেছে।”

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের উত্তেজনা সৃষ্টিকারী তৎপরতার জের ধরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত ২৫ সেপ্টেম্বর ‘হরমুজ শান্তি পরিকল্পনা’ উত্থাপন করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে ওই পরিকল্পনা পেশ করে বলেন, কোনো বহিঃশক্তি নয় বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ