সুইচ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76364
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে সুইস কূটনীতিককে তলব করা হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০১, ২০২০ ১৯:১৩ Asia/Dhaka
  • ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে সুইস কূটনীতিককে তলব করা হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ (বুধবার) জানিয়েছে, ইরাকে সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদ জানাতে সুইচ কূটনীতিককে তলব করা হয় এবং তেহরানের পক্ষ থেকে মার্কিন সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক হোসেইন বাবর সুইচ কূটনীতিকদের কাছে তেহরানের পক্ষ থেকে প্রতিবাদলিপি হস্তান্তর করেন। এতে আমেরিকার যুদ্ধংদেহী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। হোসেইন বাবর আমেরিকাযর এ সমস্ত কথাবার্তাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে মন্তব্য করেন।

সুইস কূটনীতিককে তলব করে হোসেইন বাবর বলেন, ইরাক একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং সেখানকার জনগণ হচ্ছে স্বাধীনচেতা ও মর্যাদাসম্পন্ন একটি জাতি। সেই জনগণের ওপরে আমেরিকা কোন রকমের প্রমাণ ছাড়াই হামলা চালিয়েছে এবং অন্তত ৩০ জনকে হত্যা করেছে। মার্কিন বাহিনীর এই সমস্ত কর্মকাণ্ডের স্বাভাবিক জবাব হিসেবে ইরাকি জনগণ প্রতিবাদ করবে। কিন্তু এই সমস্ত ঘটনার জন্য মার্কিন প্রশাসন ইরানকে দায়ী করবে তা হতে পারে না; ওয়াশিংটন যেন এমনটি না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুইচ কূটনীতিকের প্রতি আহ্বান জানান হোসেইন বাবর।

আমেরিকার সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে তেহেরানে কোনো মার্কিন দূতাবাস নেই। ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ড দূতাবাস।#

পার্সটুডে/এসআইবি/১