জেনারেল সোলাইমানি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হলো তেহরান বিশ্ববিদ্যালয়
(last modified Sat, 04 Jan 2020 14:09:36 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ২০:০৯ Asia/Dhaka
  • জেনারেল সোলাইমানি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হলো তেহরান বিশ্ববিদ্যালয়

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস মার্কিন বিমান হামলায় গতকাল শাহাদত বরণ করেছেন।

বিক্ষোভে ফেটে পড়ছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা ইরানে গতকাল বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ বিক্ষোভ করেছেন।  বিক্ষোভকারীরা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল বিরোধী শ্লোগান দিয়েছে। 

সোইলামানির বিশাল প্রতিকৃতি নিয়ে বিক্ষোভ

ইরানের মেহর নিউজের আলোকচিত্রীর ক্যামেরায় এখানে তেহরান বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের চিত্রাবলী তুলে ধরা হলো।

পার্সটুডে/মূসা রেজা/৪

 

ট্যাগ