'আমেরিকাকে দাঁতভাঙা জবাব দিতে ধৈর্যসহকারে পরিকল্পনা করবে ইরান'
(last modified Sat, 04 Jan 2020 15:53:41 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ২১:৫৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি
    ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি'র অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি বলেছেন, কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেয়া হবে। তবে এজন্য তাড়াহুড়ো করবে না ইরান।

তিনি বলেন, আমেরিকাকে কঠোর জবাব দেয়ার জন্য ইরান ধৈর্য ধরে পরিকল্পনা করবে এবং উপযুক্ত সময় ও স্থান নির্ধারণ করেই জবাব দেবে। জেনারেল শেকারচি আজ (শনিবার) তেহরানে বলেন, "আমরা ধৈর্য ধরে পরিকল্পনা করব এবং এই সন্ত্রাসীদেরকে অত্যন্ত শক্তিশালী এবং দাঁতভাঙা জবাব দেবো। আমরা হচ্ছি সেই বাহিনী যারা পাল্টা জবাব দেয়ার জন্য সময় এবং স্থান নির্ধারণ করে থাকে।”

শহীদ জেনারেল কাসেম সোলায়মানির পোস্টার হাতে এক ইরানি নারী

আইআরজিসি’র এ কমান্ডার বলেন, তেহরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে, তারা প্রতিরোধের অক্ষশক্তিকে সর্বশক্তি নিয়োগ করে রক্ষা করবে।

গতকাল শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মেজর জেনারেল সোলায়মানিকে হত্যা করে আমেরিকা। এরপর জেনারেল শেকারচি এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ