ইরানের সরকার ও জনগণকে সমবেদনা জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 05 Jan 2020 02:34:58 GMT )
জানুয়ারি ০৫, ২০২০ ০৮:৩৪ Asia/Dhaka
  • ইরানের সরকার ও জনগণকে সমবেদনা জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি তার ইরানি সমকক্ষ মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতে ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন।

তিনি গতরাতে (শনিবার রাতে) মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

জেনারেল কাসেম সোলাইমানি

ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকার-পন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেঃ জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন জানিয়েছে। আমেরিকার এ ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ