তেহরানে সোলাইমানির জানাজা: কঠোর প্রতিশোধের ধ্বনি উঠেছে লক্ষকোটি মানুষের কণ্ঠে
(last modified Mon, 06 Jan 2020 11:31:09 GMT )
জানুয়ারি ০৬, ২০২০ ১৭:৩১ Asia/Dhaka
  • প্রতিশোধ: চাই কঠোর প্রতিশোধ
    প্রতিশোধ: চাই কঠোর প্রতিশোধ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি জানায়ায় আজ লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে। তাদের কণ্ঠে কঠোর প্রতিশোধের ধ্বনি উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতিতে আজ অনুষ্ঠিত জানাযায় মানুষের সমুদ্রে নেমেছে নজিরবিহীন ঢল। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ জানাযায় যোগ দিয়েছেন সর্বস্তরের নারী-পুরুষ।

বিশ্বজুড়ে এখন  সমরবিদ সোলাইমানির কথা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে।  বর্তমান বিশ্বের সেরা সমরবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন জেনারেল সোলাইমানি(রহ)।

সোলাইমানির জানাজায় বাংলাদেশীদের অংশগ্রহণ
সোলাইমানির জানাজায় বাংলাদেশীদের অংশগ্রহণ
সোলাইমানির জানাজায় বাংলাদেশীদের অংশগ্রহণ
সোলাইমানির জানাজায় বাংলাদেশীদের অংশগ্রহণ

শোক মিছিল এবং জানাযায় সমবেত মানুষ দৃপ্ত কণ্ঠে বলছে, দুনিয়া থেকে নির্মূল হয়ে যাবে খোদাদ্রোহী সব অশুভ শক্তি।  আমরা সবাই সোলাইমানি এ শ্লোগান আগামী যুদ্ধের মাঠকে প্রকম্পিত করবে। দিশে হারাবে ইসলামের সব শত্রু। বিশ্বের মুক্তিকামী মানুষ আজ বলছে,  গত শুক্রবার ৩ ডিসেম্বর থেকে তোমাদের দিন শেষের চূড়ান্ত পালা শুরু হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল।

শহিদ সোলাইমানি আজ জীবিত সোলাইমানির চেয়েও অনেক বড় হয়ে উঠেছেন। ইসলাম এবং ইমামতের ঝাণ্ডাবাহী তার নিরাপোষ আদর্শের বাণী ছড়িয়ে পড়ছে দুনিয়ার সকল প্রান্তরে।  আর এ ভাবেই 'জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনি জানি শহীদি রক্তে হেসে ওঠে যবে জিন্দেগানি!'

পার্সটুডে/মূসা রেজা/৬ 

ট্যাগ