জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষা করেছে ইরান: জারিফ
(last modified Wed, 08 Jan 2020 04:52:22 GMT )
জানুয়ারি ০৮, ২০২০ ১০:৫২ Asia/Dhaka
  • জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষা করেছে ইরান: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আজ সকালে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে তার দেশ।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আজ (বুধবার) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে তিনি এ বক্তব্য দিয়েছেন।

জারিফ আজ তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, ইরান আত্মরক্ষার স্বার্থে আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, যে ঘাঁটি থেকে ইরানের নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানা হয়েছিল সেই ঘাঁটিকেই টার্গেট করা হয়েছে।  

ইরান যুদ্ধ বা উত্তেজনা সৃষ্টি করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, তবে যেকোনো আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষার্থে সবকিছু করবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ